পশ্চিম আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনি ধসে অন্তত ৭৩ জন নিহত হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (১৯ জানুয়ারি) মালির দক্ষিণ-পশ্চিম কাউলিকোরো অঞ্চলের একটি স্বর্ণের খনিতে টানেল ধসের ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, একটি শব্দ হওয়ার পর খনিতে ধস শুরু হয়। মনে হয় যেন পৃথিবী তখন কাঁপতে শুরু করেছিল।
ওমর সিদিবে নামে স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, সেখানে ২০০ জনেরও বেশি খনি শ্রমিক ছিল। অনুসন্ধান এখন শেষ। আমরা ৭৩ জনের মরদেহ পেয়েছি।
মালির খনি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বে কুলিবালি সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, অস্থায়ী পরিসংখ্যানের ভিত্তিতে মৃতের সংখ্যা ৪০ জনের বেশি।
উল্লেখ্য, মালি বিশ্বের অন্যতম সোনা রফতানিকারক দেশ।
বিএইচ