Top
সর্বশেষ

শিল্পখাতের ঋণ পরিশোধের সময় আরও ছয়মাস বাড়ছে

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ৩:১৫ অপরাহ্ণ
শিল্পখাতের ঋণ পরিশোধের সময় আরও ছয়মাস বাড়ছে

করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনেতিক ক্ষতি মোকাবিলায় রপ্তানিমুখী শিল্পখাতের ঋণ পরিশোধের সময় আরও ছয়মাস বাড়ছে। ফলে চলতি বছরের সেপ্টেম্বর পযর্ন্ত সময় পাবেন শিল্প মালিকরা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন ভাতা দিতে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। এই ঋণ পরিশোধের সময় বাড়াতে অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হবে শিগগিরই। এতে ঋণ পরিশোধে এক বছরের গ্রেস পিরিয়ডসহ আড়াই বছর সময় পাবেন শিল্প মালিকরা।

করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য গেলো বছরের এপ্রিল, মে ও জুন মাসের বেতন ভাতা দিতে সরকারের কাছ থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন শিল্প মালিকরা। সেই ঋণ ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ দুটি সমান কিস্তিতে দুই বছরে পরিশোধের কথা ছিল। এখন তারা আরও ছয়মাস বেশি সময় পাবেন।

শেয়ার