Top
সর্বশেষ

ব্র্যাকের শিক্ষককে স্বপদে পূর্নবহালের দাবীতে পাবনায় মানববন্ধন

২৫ জানুয়ারি, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
ব্র্যাকের শিক্ষককে স্বপদে পূর্নবহালের দাবীতে পাবনায় মানববন্ধন
পাবনা প্রতিনিধি :

নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন,মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণায়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পূর্নবহালের দাবীতে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় শিক্ষক ফোরাম পাবনা পশ্চিম জেলা শাখা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোড়ে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আরিফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ ওমর ফারুক,সদস্য আবু বক্কর সিদ্দিকসহ অনেকে।

বক্তারা নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণের দাবী জানিয়ে বলেন, অবিলম্বে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পূর্নবহাল না করলে ব্রাকের পন্য বর্জনের হুশিয়ারী দেন।

শেয়ার