বিপিএলের সিলেট পর্বে প্রথমে ব্যাট করতে নামা খুলনা টাইগার্সকে ১৬০ রানে আটকে দিল রংপুর রাইডার্স। ফলে জয়ের জন্য রংপুর রাইডার্সকে ১৬১ রান করতে হবে।
শুক্রবার ( ২৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৬০ রান করে খুলনা।
ফিল্ডিংয়ে নেমে খুলনার বিপক্ষে দুর্দান্ত শুরু করে রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারে রংপুরের মাহাদী হাসানের বলে শূন্য রানে ফেরেন অধিনায়ক এনামুল হক বিজয়। পাওয়ার প্লের শেষ ওভারে এসে মাহমুদুল হাসান জয়ের উইকেটও তুলে নেন মাহাদী। আফিফ হোসেনও বেশিক্ষণ টেকেননি। ৬ বলে ৪ রানে হাসান মাহমুদের শিকার হন তিনি। আগের ম্যাচের মতো এভিন লুইস ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ২৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৭ রানে তাকে বিদায় করেন হাসান।
এরপর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন দাসুন শানাকা ও মোহাম্মদ নাওয়াজ। শুরুতে ধীরে-সুস্থে খেলে চাপ কমান দলের ওপর। তবে ১৬তম ওভারে এসে আক্রমণাত্মক হয়ে ওঠেন দু’জনই। রিপন মণ্ডলের করা সেই ওভারে আদায় করেন ১৮ রান। ১৩ রান নেন পরের ওভারে। আজমতউল্লাহ ওমরজাইয়ের করা ১৮তম ওভারে আসে ১৫ রান।
তবে ১৯তম ওভারে শানাকাকে বোল্ড করে ৭৭ রানের এই জুটি ভাঙেন হাসান। ৩৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪০ রান করেন শানাকা। তবে ফিফটি তুলে নেন মোহাম্মদ নওয়াজ। ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ রানে রিপনের শিকার হন এই পাকিস্তানি অলরাউন্ডার।
এদিন চোখের ডাক্তার দেখিয়ে মাঠে ফেরেন সাকিব আল হাসান। ৪ ওভার বোলিং করে উইকেট না পেলেও মাত্র ২০ রান খরচ করেছেন তিনি।
বিএইচ