Top
সর্বশেষ

অপশক্তিকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে : কামরুল ইসলাম

২৭ জানুয়ারি, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ
অপশক্তিকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে : কামরুল ইসলাম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, অপশক্তিকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। টেক ব্যাক বাংলাদেশ বলে যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদের প্রতিহত করা হবে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার কেরাণীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, যারা টেক ব্যাক বাংলাদেশ বলে দেশকে পিছিয়ে দিতে চায় তাদের প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়েছে। এখন নতুন প্রজন্মের সন্তানদের নিয়ে গড়ে তোলা হবে স্মার্ট বাংলাদেশ। মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা বিকৃত করে একটা প্রজন্মকে অন্ধকারে রাখা হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘সঠিক ইতিহাস জানাতে বর্তমান সরকার কাজ করছে।

বিএইচ

শেয়ার