Top
সর্বশেষ

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বরিশাল

২৭ জানুয়ারি, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বরিশাল

প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচ হারতে হয়েছে ফরচুন বরিশালকে। এবার নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

আজ শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম-বরিশাল পরস্পর মুখোমুখি হবেন।

হারের বৃত্ত ভাঙতে গত ম্যাচের একাদশে চারটি পরিবর্তন নিয়ে নেমেছে বরিশাল। আর তাতে আসরে প্রথমবারের মতো মাঠে নামছেন তাইজুল ইসলাম, আহমেদ শেহজাদ, কামরুল ইসলাম রাব্বি ও ইয়ানিক ক্যারিয়া।

অন্যদিকে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দু’টিতে জয়ের মুখ দেখেছে চট্টগ্রাম। জয়ের ধারায় থাকায় উইনিং কম্বিনেশনে কোনো পরিবর্তন আনেনি তারা।

ফরচুন বরিশাল (একাদশ):
তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, দুনিথ ওয়েললাগে, আব্বাস আফ্রিদি, কামরুল ইসলাম, তাইজুল ইসলাম, ইয়ানিক ক্যারিয়া।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (একাদশ):
আবিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, ইমরান উজ্জামান (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্পার, শুভাগত হোম (অধিনায়ক), নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান।

বিএইচ

শেয়ার