চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ঝাউতলা এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে মো. বেলাল (৩০) নামের একজন সিএনজি অটোরিকশাচালক নিহত হয়েছেন।
শনিবার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশার লাইন পরিচালনা ও চাঁদার বিরোধ নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে
খুলশী থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত আলী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর টাইগারপাস থেকে ঝাউতলা রুটে চলাচল করা সিএনজি অটোরিকশা চাঁদা আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বাবুল গ্রুপ এবং মিজান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে শনিবার (২৭ জানুয়ারি) রাতে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এই সময় মিজান গ্রুপের সিএনজি অটোরিকশাচালক মো. বেলালকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পরে আহত বেলালকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খুলশী থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিকটিম কাজ করছে।
বিএইচ