Top
সর্বশেষ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

২৮ জানুয়ারি, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ
রাজধানীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৭ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় এনামুল হককে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পড়ে সেখান থেকে রাত পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বিএইচ

শেয়ার