Top
সর্বশেষ

জবি বিএনসিসি ক্যাডেটদের পদোন্নতি

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
জবি বিএনসিসি ক্যাডেটদের পদোন্নতি
জবিপ্রতিনিধি  :

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কন্টিন জেন্টের ১০ জন ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে কর্পোরাল এবং ১৯ জন ক্যাডেট থেকে ল্যান্স কর্পোরাল পদমর্যদা লাভ করেছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও কোম্পানি কমান্ডার পিইউও আতিয়ার রহমান ভাষা শহিদ রফিক ভবন চত্বরে নব পদ মর্যাদা প্রাপ্ত ক্যাডেট কর্পোরাল এবং ল্যান্স কর্পোরাল র‌্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এসময় নতুন ক্যাডেট ইনচার্জ হিসেবে সার্জেন্ট সোহেল রানাকে দায়িত্ব দেয়া হয় এবং ১৭তম বিদায়ী ক্যাডেটদের ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বিএনসিসি স্বাধীনতার শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। বিএনসিসি দেশের কাজে সব সময় পাশে থেকে আমাদের সহযোগিতা করে। এই বিএনসিসি দেশ গঠন ও দেশের কল্যাণে কাজ করে যাবে এবং তাদের সুশৃঙ্খল প্রশিক্ষণ ও দক্ষ জনসমষ্টি দ্বারা আমরা উপকৃত হবো।

কোম্পানি কমান্ডার ও অফিসার ইনচার্জ পিইউও আতিয়ার রহমান বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে সেবা প্রদানের জন্য প্রস্তুত থাকা, দুর্যোগ মোকাবিলা, সশস্ত্র বাহিনীর সহায়ক শক্তি হিসেবে কাজ করা এবং সরকার অর্পিত অন্য যেকোনো দায়িত্ব পালন করা। বিএনসিসিসহ শিক্ষা কার্যক্রম সব সময় একজন শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী মো. নাসির উদ্দীনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

শেয়ার