Top
সর্বশেষ

চট্টগ্রামকে ১৩৮ রানের সহজ টার্গেট দিল সিলেট

২৯ জানুয়ারি, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ
চট্টগ্রামকে ১৩৮ রানের সহজ টার্গেট দিল সিলেট

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৩৮ রানের টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে মাশরাফি বিন মুর্তজার দল।

সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় সিলেট। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুন সাজঘরে ফেরেন। শান্ত ৫ রানে এলবিডব্লিউ হলেও এক রান করে বোল্ড হন মিঠুন।

শুরুতেই এমন ধাক্কা খেয়ে সিলেটের রানের গতি আর সেভাবে বাড়েনি। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন হ্যারি টেক্টর। এ ছাড়া রায়ান বার্ল ৩৪ ও জাকির করেছেন ৩১ রান।

চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন বিলাল খান।

উল্লেখ্য, বিপিএলে এখনও জয়ের দেখা পায়নি মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। টানা তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা।

বিএইচ

শেয়ার