Top
সর্বশেষ

পাবনায় উপজেলা চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৩০ জানুয়ারি, ২০২৪ ৫:২৫ অপরাহ্ণ
পাবনায় উপজেলা চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাবনা প্রতিনিধি :

পাবনার সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা কার্যালয় অফিসে এক লিখিত সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বলেন, রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টা দিকে সাঁথিয়া ডিগ্রি কলেজ মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার পথে একটা ছেলেকে দাড়িয়ে থাকতে দেখি। দাড়িয়ে থাকা ছেলেটি এগিয়ে এসে আমাকে সালাম দিয়ে হাত এগিয়ে দেয়।

এ সময় আমিও হাত এগিয়ে দিলে অমনি আমাকে কিল ঘুষি শুরু করে এবং পেছনে দাড়িয়ে থাকা অন্যজন ও এসে কিলঘুষি মারতে থাকে। এসময় আমি চিৎকার শুরু করলে মসজিদ থেকে মুসুল্লিরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় সাঁথিয়া থানায় সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইন অনুযায়ী যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার