Top
সর্বশেষ

শেরপুরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

৩০ জানুয়ারি, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ
শেরপুরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের তাওয়াকোচা এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে নুর ইসলাম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটেছে। নিহত কৃষক নুর ইসলাম গুরু চরণ দুধনই গ্রামের মৃত শাহার উদ্দিনের ছেলে।

ওই গ্রামের আয়নাল হক জানান, কৃষক নুর ইসলাম প্রতিদিনের ন্যয় সকালে তার পালিত গরু পাহাড়ে ছেড়ে দেন। বিকেল ৫টার দিকে তিনি গরু আনতে পাহাড়ে যান। কিন্তু পরে আর তিনি বাড়ি ফিরে আসেননি। রাত ৮টার দিকে নুর ইসলামের আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা নুর ইসলামের খুঁজে পাহাড়ে যান। পাহাড়ে খোঁজাখুঁজির একপর্যায়ে কৃষক নুর ইসলামের মৃতদেহের সন্ধান পান তারা।

এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার