Top
সর্বশেষ

গাজায় অভিযানে আরও ৩ ইসরায়েলি সেনা নিহত

৩১ জানুয়ারি, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ
গাজায় অভিযানে আরও ৩ ইসরায়েলি সেনা নিহত

দখলদার ইসরায়েলি বাহিনীর গাজায় অভিযানকালে আরও তিন সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও পাঁচ সেনা সদস্য। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) উত্তর গাজায় ৮৭তম ব্যাটালিয়নের ৩০ বছর বয়সী এক সেনা সদস্য নিহত হন। একই দিনে গাজার দক্ষিণাঞ্চলে ৬৬ এবং ৪৬তম প্যাট্রল ব্যাটালিয়নের ২৮ এবং ৪৩ বছর বয়সী আরও দুই সেনা নিহত হন।

জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী, গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ২১৮ সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ হাজার ২৮৩ জন।

এদিকে প্রায় দুমাস আগে একটি মার্কিন পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছিল যে, গাজায় হামাসের টানেলে সাগরের পানি ঢালা হচ্ছে। এতে করে এসব টানেল প্লাবিত হলে বিপাকে পড়বে হামাসের সদস্যরা। যদিও সে সময় ইসরায়েলি বাহিনী এই খবর অস্বীকার করেছিল। কিন্তু সম্প্রতি ইসরায়েলি সেনারা নিশ্চিত করেছে যে, কয়েক সপ্তাহ ধরেই গাজায় হামাসের টানেলগুলোতে সাগরের পানি ঢালা হচ্ছে।

হামাসকে বাইরে বের করে নিয়ে আসতে গাজায় টানেলের মধ্যে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল। এই অভিযানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সমন্বয়ে তৈরি করা বিভিন্ন মেশিন এবং সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

এনজে

শেয়ার