Top
সর্বশেষ

ঈশ্বরদীতে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্ধোধন

৩১ জানুয়ারি, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ
ঈশ্বরদীতে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্ধোধন
পাবনা প্রতিনিধি :

“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি”- এই শ্লোগানকে সামনে রেখে ঈশ্বরদী উপজেলা পর্যায়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল ১১টায় ঈশ্বরদী ইপিজেড বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, ঈশ্বরদী ইপিজেড এর প্রধান নির্বাহী আনিসুর রহমান, পরিচালক কর্মাশিয়াল আবুল কালাম আজাদ, পরিচালক অর্থ অলক কুমার অধিকারী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াহেদুজ্জামান, উপজেলা সহকারী প্রোগ্রামার মাসুদ রানা।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ক্ষুদে বিজ্ঞানীদের ষ্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা।

অতিথিদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। আগামী বাংলাদেশ গড়ার সংগ্রামে এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন।

শেয়ার