ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ১১৮ জন নিহত এবং ১৯০ জন আহত হয়েছে। এতে গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৯ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে আরো ৬৬ হাজার ১৩৯ জন। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
এ ছাড়া গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতি বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।
৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। যেখানে প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইসরায়েলি আক্রমণের কারণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
এনজে