শেরপুরে অবৈধভাবে পরিচালিত চার ইট ভাটায় অভিযান চালিয়েছে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুরের নেতৃত্বে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও বনের কাঠ পুড়ানোর দায়ে চারটি ইটভাটার গুরুত্বপূর্ণ অংশ ভেকু দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। একইসাথে ওই চার প্রতিষ্ঠান থেকে নগদ ২৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং সব অভিযুক্ত ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন- শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, মো. নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।
বিএইচ