Top

দুরন্ত ঢাকাকে ১৪৩ রানের টার্গেট দিল সিলেট স্ট্রাইকার্স

০২ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ
দুরন্ত ঢাকাকে ১৪৩ রানের টার্গেট দিল সিলেট স্ট্রাইকার্স

ঢাকার বিপক্ষে মাঠে নেমে ১৩ রানে ৩ উইকেট নেই সিলেট স্ট্রাইকার্সের। শরিফুল ইসলামের বোলিংয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়েছিল সিলেট স্ট্রাইকার্স। সেখান থেকে মোহাম্মদ মিঠুনের ক্যাপ্টেন্সিতে ভর করে ৮ উইকেটে ১৪২ রানের পুঁজি পেয়েছে স্বাগতিকরা।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান দুরন্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই শরিফুলের তোপের মুখে পড়ে সিলেট। শামসুর রহমান (১ বলে ০), নাজমুল হোসেন শান্ত (১২ বলে ৩), জাকির হাসান (১ বলে ০)-টপঅর্ডারের তিন ব্যাটারকেই বোল্ড করেন শরিফুল।

সামিত প্যাটেলকে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন মিঠুন। প্যাটেল ৩২ বলে করেন ৩২ রান। এরপর রায়ান বার্ল (১), বেনি হাওয়েলরা (১৩ বলে ১১) ব্যর্থ হলে ফের বিপদে পড়ে সিলেট।

তবে মাশরাফি বিন মর্তুজা দল ছাড়ার পর নেতৃত্ব পাওয়া মিঠুন খেলেছেন ঠিক অধিনায়কের মতোই। শেষদিকে আরিফুল হক ৯ বলে ৩ ছক্কায় ২১ রানের একটি ইনিংস খেলে দিয়ে যান।

ইনিংসের দুই বল বাকি থাকতে আউট হন মিঠুন। ৪৬ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৯ করে তাসকিন আহমেদের শিকার হন সিলেট অধিনায়ক।

ঢাকার বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে ২৪ রান খরচায় নেন ৪টি উইকেট। ২৩ রানে ২ উইকেট আরাফাত সানির।

বিএইচ

শেয়ার