Top

সংখ্যালঘু নির্যাতনের তথ্য সংগ্রহে ফরিদপুরে বিএনপি নেতারা

০৪ ফেব্রুয়ারি, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ
সংখ্যালঘু নির্যাতনের তথ্য সংগ্রহে ফরিদপুরে বিএনপি নেতারা
ফরিদপুর প্রতিনিধি :

সদ্য সম্পন্ন জাতীয় নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু নির্যাতনের তথ্য সংগ্রহে বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠিত তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন করেছে।

এর অংশ হিসেবে শনিবার বিকেলে তদন্ত কমিটি ফরিদপুরর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামে যান।

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বিএনপি-টীম প্রধান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল-সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপি কেন্দ্রীয় কমিটি-সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী-সদস্য, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটি সরেজমিনে নির্যাতিতদের বাড়িতে বাড়িতে যান এবং সহিংসতার প্রত্যক্ষ বর্ণনা শুনেন তাদের মুখ থেকে। এসময় ভ্ক্তুভোগীরা বলেন, নৌকায় ভোট না দেয়ায় তাদের উপর হামলা চালানো হয় এবং এখনো তারা ভীতসন্ত্রস্ত।

 

শেয়ার