Top
সর্বশেষ

মোবাইল অ্যাপস উদ্বোধন করল সি ভি সি ফাইন্যান্স

০৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
মোবাইল অ্যাপস উদ্বোধন করল সি ভি সি ফাইন্যান্স

নিজস্ব মোবাইল অ্যাপসের উদ্বোধন করেছে দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান সি ভি সি ফাইন্যান্স লিমিটেড। আজ প্রতিষ্ঠানটির  মোবাইল অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সি ভি সি ফাইন্যান্সের অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ আল ফারুক।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ মোল্লাসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই মোবাইল অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে যে কোন ব্যক্তি টার্ম ডিপোজিট হিসাব খুলতে পারবেন। এর মাধ্যমে ডিপোজিটের বিপরীতে লোনের জন্য আবেদন করতে পারবেন। এতে আরও রয়েছে অনলাইন পেমেন্ট এর সুবিধা, ২৪ ঘন্টা কাস্টমার সার্ভিসসহ আরও অনেক সুবিধা।

সর্বনিম্ন ১০ হাজার টাকা টিডিআর এবং মাসিক কিস্তি ভিত্তিক ডিপিএস হিসাবও খুলতে পারবেন । প্রতিষ্ঠানটি এই মোবাইল অ্যাপ কে গ্রাহকদের জন্য একটি মাইলফলক হিসেবেই দেখছেন।

শেয়ার