Top
সর্বশেষ

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু!

০৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু!
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপার কুষ্টিয়া-খুলনা মহাসড়কের কানাপুকুরিয়া ১৭ মাইল নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে যাবার পথে মৃত্যু হয় শাহরিয়ার হোসেন নামের এক যুবকের। সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাত আট ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার হোসেন উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামের জাকির হোসেনের ছেলে এবং শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় ট্রাকের ড্রাইভারসহ দুইজন আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এলাকাবাসীরা তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, শাহরিয়ার হোসেন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় শাহরিয়ারসহ তিনজন আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে শাহরিয়ারের মৃত্যু হয়েছে।

শেয়ার