Top
সর্বশেষ

টস জিতে ব্যাটিংয়ে খুলনা টাইগার্স

০৯ ফেব্রুয়ারি, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ
টস জিতে ব্যাটিংয়ে খুলনা টাইগার্স

চলমান বিপিএলে টানা চার ম্যাচ জিতে দুর্দান্ত শুরু করেছিল খুলনা টাইগার্স। তবে সবশেষ দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছে বিজয়-আফিফরা। অন্যদিকে আট ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। নবম ম্যাচে খুলনার মুখোমুখি হয়েছে সিলেট।

শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স। এই ম্যাচে সিলেট এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে সিলেট। অন্যদিকে পাকিস্তানি ক্রিকেটাররা চলে যাওয়ায় একাধিক পরিবর্তন এসেছে খুলনার একাদশে।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, আরিফুল হক, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, সানজামুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও বেনি হা্ওয়েল।

খুলনা একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), ইভেন লুইস, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, সুমন খান, মার্ক দায়াল, কাসুন রাজিথা, নাহিদুল ইসলাম, রুবেল হোসেন, সোহানুর রহমান সোহান, নাসুম আহমেদ।

এম জি

শেয়ার