Top
সর্বশেষ

নিজের স্থানে স্যুট-টাই পরা হাঁসের ছবি বসিয়ে হাসালেন পিটার হাস

০৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ
নিজের স্থানে স্যুট-টাই পরা হাঁসের ছবি বসিয়ে হাসালেন পিটার হাস

তরুণ সাংবাদিকদের নিয়ে আয়োজিত কর্মশালায় অংশ নিয়ে নিজের জায়গায় একটি হাঁসের ছবি বসিয়ে হাস্যরসের সৃষ্টি করেছেন ঢাকায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মহাখালীতে বিওয়াইএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ওই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমন হাস্যকর কাজ করেন তিনি।

কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকরা জানিয়েছেন, বক্তব্যের একপর্যায়ে পিটার হাস নিজের জীবনীতে নিজের জায়গায় স্যুট-টাই পরা হাঁসের ছবি দিলে কেমন হবে, তা স্ক্রিনে দেখান।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হাসতে হাসতে বলেন, যেহেতু আমরা যে কোনো কিছু নিয়ে মজা করতেই পারি। আপনি যদি একটি খবর দেখেন যে যেটাতে বলা হচ্ছে আমি আমার অফিশিয়াল জীবনীতে পোর্ট্রেট পরিবর্তন করছি এবং এটা দেখতে এই রকম। এটা রাষ্ট্রদূত হাঁস নয়, এটা রাষ্ট্রদূত হাস।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে পিটার হাসের সঙ্গে হাঁসকে মিলিয়ে বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা। নিজের নামের উচ্চারণের সঙ্গে গৃহপালিত পাখিটির নামের মিল রয়েছে, তা হাসিচ্ছলে তুলে ধরেন পিটার।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে তিন দিনের টেকক্যাম্প কর্মশালায় ৫০ তরুণ সাংবাদিককে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই, তথ্য যাচাই ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বোত্তম অনুশীলন শেখানো হয়।

এসময় বক্তৃতায় ভুয়া ও ভুল তথ্যের কারণে নিজের বিড়ম্বনা তুলে ধরেন পিটার হাস। বিভিন্নজনের সঙ্গে বৈঠকের পর পত্রিকায় যে তা ঠিকঠাক আসে না তাও উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এখানে আমি প্রায়ই দেখি মানুষ আমার সঙ্গে বৈঠক করে যায় এবং পর দিন পত্রিকায় পিটার হাস এক্স-ওয়াই-জেডের বক্তব্য আসে। অথচ আমি সেসবের কিছুই বলিনি। কেউ আমাদের সঙ্গে ফ্যাক্টচেক করে না। জিজ্ঞেসও করে না আপনি কি সত্যিই এটা বলেছেন?

মার্কিন এই রাষ্ট্রদূত গণমাধ্যম শিক্ষার ভবিষ্যৎ গঠনে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই ও সৎ সাংবাদিকতা চালিয়ে যেতে তরুণদের ভূমিকার ওপর জোর দেন।

বিএইচ

শেয়ার