Top

বাহিরে তালা ভিতরে অনুমোদনহীন হজমি-স্যালাইন উৎপাদন

১০ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ
বাহিরে তালা ভিতরে অনুমোদনহীন হজমি-স্যালাইন উৎপাদন

পাবনা প্রতিনিধি:

সরকারি কোনো নিয়ম নীতি না মেনেই পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে গড়ে উঠেছে এ,আর, এস ফুড এন্ড বেভারেজ কোম্পানির অবৈধ হজমি ও স্যালাইন তৈরীর কারখানা। বাহির থেকে তালা দিয়ে ভিতরে চালাচ্ছে হজমি ও স্যালাইন উৎপাদন কার্যক্রম।

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করেই গড়ে তুলেছে অবৈধ ফুড কারখানা, চালাচ্ছেন কার্যক্রম। এ সকল বিষয়ে জানতে চাইলে হুমকি ধামকি দেওয়া হয় গণমাধ্যম কর্মীদের। আর হজমি তৈরি করতে কোন রকমের কাগজপত্র লাগে না বলে দাবি কোম্পানির মালিক আকমাল হোসেনের (আকমাল ডাক্তার)

খোঁজখবর নিয়ে জানা যায়, গরু ছাগলের চিকিৎসা দেওয়ার জন্য দেড় যুগ আগে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজারে একটি দোকান নিয়ে গরুর চিকিৎসা করতে শুরু করেন। এরপর গ্রামে হাঁস মুরগিসহ এদের ডিম উৎপাদন কার্যক্রম শুরু করে। একপর্যায়ে কৃষি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক অর্জন করেন।

দীর্ঘদিন ধরে এলাকায় গরুর চিকিৎসক আকমাল ডাক্তারের সুনাম থাকলেও প্রায় ছয় মাস আগে শুরু করেছেন অবৈধ ব্যবসা। যেখানে কোন রকমের প্রাতিষ্ঠানিক লাইসেন্স না থাকলেও নির্বিঘ্নে তিনি কার্যক্রম চালাচ্ছেন। তৈরি করছেন স্যালাইন, হজমি, ললিপপ সহ বিভিন্ন ধরনের পণ্য । এতে এলাকা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আকমাল ডাক্তার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তবে বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি তার ব্যবহার খুবই খারাপ। তিনি কারখানা তৈরি করেছেন এতে ১৫-২০ জনের কর্মসংস্থান হয়েছে তবে কারখানায় যে সকল জিনিস তৈরি হয় সেগুলো সবই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। যা খেলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন।

স্থানীয়রা আরো জানান, আকমাল ডাক্তারের এই অবৈধ কারখানাটি বাহিরে তালা মেরে ভিতরে কার্যক্রম চালায়। এতে কেউ বুঝতে পারে না যে কোম্পানি বন্ধ না খোলা।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটিতে কর্মরত কয়েকজন শ্রমিক জানান, এমনিতেই অল্প বেতনে চাকরি করি আমরা, তারপরে আবার ৩-৪ মাস হলো কোন বেতন দেয় না। এখন আমরা চাকরি করতেও পারছি না ছাড়তেও পারছিনা। চাকরি ছেড়ে দিলে তো এই তিন-চার মাসের বেতন আর পাবোনা। এ কারণে চাকরি করছি দেখা যাক কি হয়।

কর্মচারীরা আরো জানান, আকমাল ডাক্তার একটি নতুন পরিকল্পনা করে এই ফ্যাক্টরি দিয়েছে। তার এই ফ্যাক্টরি বেশিদিন তিনি চালাবেন না। তিনি একটি বড় ব্যাংক লোন নেওয়ার জন্য ফ্যাক্টরি দিয়েছেন। বর্তমানে তিনি অনেক টাকার ঋণ। সরকার হতে আরো ঋণ নেওয়ার জন্য তিনি ফ্যাক্টরি বসিয়েছেন।

এ সকল বিষয়ে বিস্তারিত জানতে কারখানার সামনে গেলে বন্ধ পাওয়া যায় । তবে ভেতরে আলো জ্বলছে এবং কার্যক্রম চলছে বলে বোঝা যায়। এরপর কারখানা মালিক আকমাল হোসেন কে ফোন দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। বৈধতার বিষয় জানতে চাইলে সর্বপ্রথম তিনি বলেন স্যালাইন ও হজমি তৈরি করতে কোন রকমের কাগজপত্র প্রয়োজন হয় না।

তবে এ সকল বিষয় জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন, অবৈধভাবে যদি কেউ কারখানা চালায়, বা কোন পণ্য উৎপাদন করে বাজারজাত করে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার