Top
সর্বশেষ

পাবনায় সাগর-রুনী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১১ ফেব্রুয়ারি, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ
পাবনায় সাগর-রুনী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় উপজেলায় সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১১ ফেব্রয়ারি) সকাল ১০টার দিকে সাঁথিয়া প্রেস ক্লাবের সামনে সাঁথিয়া ও বেড়া উপজেলায় কর্মরত গনমাধ্যম কর্মীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাঁথিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি অধ্যাপক আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদিন রানা, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই, বেড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

শেয়ার