Top
সর্বশেষ

৪০০ ওভারের টেস্ট ম্যাচ ১৪০ ওভারেই শেষ!

২৬ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২৫ অপরাহ্ণ
৪০০ ওভারের টেস্ট ম্যাচ ১৪০ ওভারেই শেষ!

গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম ক্রিকেট ইতিহাসের রেকর্ড বইয়ে লেখা হল।   এখানেই ইংল্যান্ডকে মাত্র দেড় দিনে হারিয়েছে ভারত।

এই স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে ১০ উইকেটে ইংল্যান্ড বধ করেছে ভারত। দেড় দিনে শেষ হতে টেস্ট ম্যাচটা সময় নিয়েছে ১৪০ ওভার দুই বল। বলের হিসেবে যা দাঁড়ায় ৮৪২।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতো কম বলে টেস্ট ম্যাচ জেতার রেকর্ড নেই কোনো দলের। যদিও মাঠের ২২ গজ পিচটা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে ক্রিকেট মহলে।

এই রেকর্ডটা ছিল অস্ট্রেলিয়ার দখলে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৪৫ সালে মাত্র ৮৭২ বলে টেস্ট জিতেছিল অজিরা। ১৯৯৯ সালে ৮৮৩ বলে সাউথ আফ্রিকাকে হারায় ইংল্যান্ড।

আর এর আগে ২০০২ সালে ৮৯৩ বলে শারজায় পাকিস্তানকে হারিয়েছিল অস্ট্রেলিয়ানরা। সব মিলে খুবই বিরল এক ম্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব।

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দিকে এক ধাপ এগিয়ে গেল ভারত। সঙ্গে সিরিজ জয়ের ক্ষেত্রেও এগিয়ে থাকবে স্বাগতিক দল।

শেয়ার