Top
সর্বশেষ

টস জিতে বোলিংয়ে চট্টগ্রাম

১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ২:১২ অপরাহ্ণ
টস জিতে বোলিংয়ে চট্টগ্রাম

ঢাকা-সিলেট ঘুরে এবার চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে বিপিএল। ঘরের মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম।

এবারের বিপিএলে বেশ ভালো অবস্থানে আছে চট্টগ্রাম ও কুমিল্লা। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিনে আছে বন্দর নগরীর দলটি। কোয়ালিফায়ারে উঠার লড়াইয়ে বেশ ভালোভাবে টিকে আছে চট্টগ্রাম।

অন্যদিকে হার দিয়ে এবারের বিপিএল শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। তবে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে তারা। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কুমিল্লা। তাদের দল যোগ দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মইন আলি। ইংলিশ এই অলরাউন্ডারকে নিয়ে চট্টগ্রামের বিপক্ষে একাদশ সাজিয়েছে কুমিল্লা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: জস ব্রাউন, তানজিদ হাসান তামিম, সৈকত আলি, টম ব্রুস, শাহদাত হোসেন দিপু, কার্টিস ক্যাম্পার, শুভাগত হোম (অধিনায়ক), শহিদুল ইসলাম, নিহাদুজ্জামান, বিলাল খান, আল-আমিন হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), উইল জ্যাকস, তাওহিদ হৃদয়, মাইদুল ইসলাম অঙ্কন, ব্রুক গেস্ট, মইন আলি, জাকের আলি, ম্যাথু ফোর্ড, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজ রহমান।

বিএইচ

শেয়ার