Top

পাবনায় মোটর মালিক গ্রুপের সভায় হাতাহাতি

১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
পাবনায় মোটর মালিক গ্রুপের সভায় হাতাহাতি
পাবনা প্রতিনিধি :

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা এবং সভাপতির উপস্থিতি ছাড়াই পাবনার বাস মালিকদের সংগঠন পাবনা মোটর মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ সভা ঘিরে দুইপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী পাবনার আবুল বরকাত বাস টার্মিনালের মোটর মালিক গ্রুপের কার্ষালয়ে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী বার্ষিক সাধারণ সভা শুরু করেন গ্রুপের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের লোকজন। এতে বাঁধা দেয় গ্রুপের সভাপতি এম এ কাফী সরকার। তারা সভায় প্রবেশের চেষ্টা করেন। এসময় মমিনুলের লোকজন বাধা দেন। এসময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে চরম উত্তেজনা বিরাজ করে। সভায় ঢুকতে না পেরে ঢাকা-পাবনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় কাফী সরকারের লোকজন। আধা ঘন্টা পর পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার