Top
সর্বশেষ

খুলনার বোলিং দাপটে ঢাকার পুঁজি ১২৯

১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ
খুলনার বোলিং দাপটে ঢাকার পুঁজি ১২৯

বিপিএলের চলমান আসরের ৩৩তম ম্যাচে খুলনা টাইগার্সের বোলিং দাপটে ১২৯ রান সংগ্রহ করেছে দুর্দান্ত ঢাকা।

এই ম্যাচ দুর্দান্ত ঢাকার জন্য ছিল স্রেফ মান রক্ষার। এদিকে রংপুরের জন্য জয়ে ফেরার। এমন ম্যাচেও ব্যাটিংয়ে হতশ্রী দশা তাসকিন আহমেদের দলের।

শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া ঢাকা আর খুব একটা ঘুরে দাঁড়াতে পারেনি। খুলনার বোলিং তোপে এক পর্যায়ে একশর আগেই গুটিয়ে যাবার শঙ্কা ভর করেছিল ঢাকার। সেটা না হলেও বড় পুঁজি পায়নি তারা। সবমিলিয়ে নির্ধারিত ৭ উইকেট হারিয়ে ঢাকা তুলতে পেরেছে ১২৮ রান।

মাঝখানে অ্যালেক্স রোজ ও ইরফান শুক্কুর হাল ধরার চেষ্টা করলেও তা খুব একটা কাজে আসেনি। তারা দুজনেই ব্যক্তিগত ২৫ রান করে ফিরেছেন সাজঘরে।

ঢাকার হয়ে সর্বোচ্চ ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন।

খুলনার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ওয়েন পার্নেল ও মুকিদুল হাসান।

বিএইচ

শেয়ার