Top
সর্বশেষ

মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর মগবাজার রেল ক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারীর বয়স আনুমানিক ৩৯ বছর। তবে তাৎক্ষনিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মগবাজার রেল ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এম জি

শেয়ার