Top
সর্বশেষ

হাওয়েলের ফিফটিতে ১৭৭ রান সংগ্রহ সিলেটের

১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ
হাওয়েলের ফিফটিতে ১৭৭ রান সংগ্রহ সিলেটের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শক্ত পুঁজি পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। বেন হাওয়েলের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে সিলেট।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাট করতে নামে সিলেট। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার কেনার লুইস ও জাকির হাসান। তবে দলীয় ৪০ রানে ১৭ বলে ১৮ রান করে আউট হন জাকির।

এরপর দলীয় ৬৭ রানে ফের উইকেট হারায় সিলেট। ২৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে যান লুইস। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় সিলেট।

এরপর বেন হাওয়েলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মোহাম্মদ মিথুন। ৭৭ রানের জুটি গড়েন তারা। ২৫ বলে ফিফটি তুলে নেন হাওয়েল। তবে দলীয় ১৫১ রানে ২০ বলে ২৮ রান করে আউট হন মিথুন।

এরপর ক্রিজে আসা আরিফুল হককে সঙ্গে নিয়ে ইনিংস শেষ করে আসেন হাওয়েল। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে সিলেট। হাওয়েল ৩১ বলে ৬২ ও আরিফুল ৫ বলে ৭ রানে অপরাজিত থাকেন। কুমিল্লার পক্ষে রিশাদ হোসেন ও সুনিল নারিন নেন ২টি করে উইকেট।

বিএইচ

শেয়ার