ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনের একটি মামলায় কারাবন্দি থাকা অবস্থায় একজন লেখকের মৃত্যুর ঘটনায় আইনটির কড়া সমালোচনা করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনকে কবরে পাঠানোর সময় এসেছে।’
শুক্রবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদে মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সভা ও জাতীয় কাউন্সিলে জাফরুল্লাহ একথা বলেন।
কাশিমপুর কারাগারে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কথা উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘তার মৃত্যুর জন্য প্রধানমন্ত্রীকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। বলতে হবে আমাদের ভুল হয়েছে এবং মুশতাকের পরিবারকে ৫০ লাখ টাকা এখনই ক্ষতিপূরণ দিতে হবে।’
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীদের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ‘একটা জাতি কতটা সভ্য, কতটা ন্যায়ভিত্তিক তা নির্ভর করে কৃষক ও শ্রমিকের সাথে তাদের ব্যবহারের ওপর। কয়েক বছর আগে খুলনা গিয়েছিলাম, তখন জুটমিল শ্রমিকরা আন্দোলন করছিল। শীতের মধ্যে কষ্টের জীবনযাপন করছিল। তাদের জন্য বেশি কিছু করতে পারিনি, কিন্তু সেই স্মৃতি এখনো ব্যথা দেয়। আপনারা শ্রমিকরাই হলেন দেশ গড়ার কারিগর, আপনাদের সৃষ্টির ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে বাংলাদেশ। আজকে যত বৈভব, যত বড় বড় স্বপ্ন তার প্রত্যেকটা ক্ষেত্রে অবদান রয়েছে আপনাদের।’
আয়োজকদের উদ্দেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আমাদের চিফ ইলেকশন কমিশনারকে যিনি গণতন্ত্রের সিরিয়াল কিলার তাকে একটা দাওয়াত দিতে পারতেন। তিনি অন্তত দেখতে পারতেন কী করে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করতে হয়। গণতন্ত্রের প্রতি আপনাদের অগাধ শ্রদ্ধা। কোনো সভ্য দেশে শ্রমিকদের সঙ্গে এরূপ আচরণ করা হয় না।’
শ্রমিকরা না থাকলে দেশও থাকবে না এমন মন্তব্য করে তিনি বলেন, ‘কোনো শ্রমিকের যদি মৃত্যু হয় তাকে ৫০ লাখ টাকার বিমা দেয়া কোনো কঠিন কাজ না। দেশের বাইরে যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদের দেখভাল করা রাষ্ট্রের দায়িত্ব। গত কয়েক বছরে শুধু কাতারেই হাজারের উপর শ্রমিক মারা গিয়েছে। তাদের প্রত্যককে ৫০ লাখ টাকা করে দেয়া রাষ্ট্রের কর্তব্য।’
সংগঠনের নির্বাহী সভাপতি মোখলেসুর রহমান মাষ্টারের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেনের পরিচালনায় গণস্বাস্থ্য কেন্দ্রের উপ পরিচালক হাফিজ আহমেদ মজুমদার, শ্রমিক নেতা জাকির হোসেন, আব্দুল হাকিম, আম্বিয়া খাতুন প্রমুখ বক্তব্য দেন।