Top
সর্বশেষ

শেরপুরে সঠিক সমাধানের অভাবে কৃষকেরা দিশেহারা

২১ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ
শেরপুরে সঠিক সমাধানের অভাবে কৃষকেরা দিশেহারা
শেরপুর প্রতিনিধি : :

শেরপুরে সদ্য রোপণকৃত ইরি বোরোধানের চারাগাছ ২ মাসের ব্যবধানে নানা রোগে আক্রান্ত হয়ে পঁচে যাচ্ছে।সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের প্রায় ৩০ একর আবাদি জমি হলুদ রঙ ধারণ করে এখন বিনষ্টের পথে। সঠিক সমাধান না পেয়ে কৃষকেরা দিশেহারা হয়ে পরেছেন।

ভোক্তভোগী কৃষক খলিলুর রহমান,আব্দুল ছালাম,মো. হাতেম আলী জানায়, প্রতি একর কৃষি জমি আবাদ করতে বীজতলা,সার,পানি, ট্রাকটর খরচসহ প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়ে থাকে।এতে করে প্রায় কোটি টাকা’র ইরি বোরো আবাদ ধ্বংসের মুখে। যেভাবে ফসল নষ্ট হচ্ছে তাতে আমরা আতঙ্কিত।

পাকুড়িয়া ইউনিয়নের দায়িত্বে থাকা উপসহকারি কৃষি অফিসার মো. মনোয়ার হোসেন মোল্লা বলেন, ইরি বোরো বীজতলার রোগটা খুবই জটিল, এর আগে কখনো এমন রোগের দেখা মেলেনি। তবুও কৃষকদের মাঝে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত দিয়েছি।

আশা করি দ্রুত সময়ের মধ্যে বীজতলার রোগটা কিছুটা নিরসন হতে পারে।এব্যাপারে শেরপুর সদর উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম নীলু বলেন, আমি উপসহকারী কৃষি কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলে দিয়েছি।

শেয়ার