Top
সর্বশেষ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান

২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১১:২২ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর পতনের শীর্ষে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ১৪ দশমিক ৪৪ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৮৬ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ লাখ ৭১ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে ৯ দশমিক ৪৭ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট১ কোটি ১৭ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্নের দর কমেছে ৭ দশমিক ৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ২৫ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইডিএলসির ৭ দশমিক ৬০ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৭ দশমিক ৫১ শতাংশ, ইন্টার‌ন্যাশনাল লিজিংয়ের ৬ দশমিক ৩৮ শতাংশ, বেক্সিমকোর ৬ দশমিক ১৫ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫ দশমিক ৬৮ শতাংশ ও আইপিডিসির শেয়ার দর ৫ দশমিক ৬৪ শতাংশ কমেছে।

শেয়ার