Top
সর্বশেষ

সাকিব-তামিম যদি ভুয়া হয়, তাহলে আমরা কী: মুশফিক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ
সাকিব-তামিম যদি ভুয়া হয়, তাহলে আমরা কী: মুশফিক

জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়ার মুশফিকুর রহিম বলেছেন, সাকিব আর তামিম দেশের ক্রিকেটের দুই সেরা ও সফলতম তারকা। সাকিব আর তামিম যদি ভুয়া হয়, তাহলে আমরা কী?

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচের পর প্রেস কনফারেন্সে এক প্রশ্নের জবাবে ‘ভুয়া-ভুয়া’ বলাকে রীতিমতো অনৈতিক কাজ বলে মন্তব্য করেন তিনি।

প্রেস কনফারেন্সে মুশফিক বলেন, এমন ব্যঙ্গ করা থেকে বিরত থাকা উচিত। এগুলো রীতিমতো অনৈতিক কাজ।

ক্রিকেটারদের মাঠের পারফরমেন্স ভালো হলে প্রশংসা আর খারাপ খেললে তিরস্কার, খেলার মাঠের চিরচেনা দৃশ্য। পৃথিবীর সব দেশেই এ রীতি প্রচলিত। কিন্তু দেশের সেরা ও সফলতম তারকাদের ‘ভুয়া-ভুয়া’ বলার নজির সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ। কিন্তু এবারের বিপিএলে সে ‘ভুয়া- ভুয়া’ স্লোগানটাই বেশি শোনা গেছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগেও দর্শকদের একটা অংশ ‘সাকিব ভুয়া-ভুয়া’ লিখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে এসে উপস্থিত হন মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে। যদিও ওই প্ল্যাকার্ড নিয়ে তাদের ঢুকতে দেওয়া হয়নি।

তারপরও মুখে সাকিব ভুয়া’ স্লোগান ছিল অনেকের। দেশের সেরা তারকাদের নিয়ে এমন ব্যঙ্গবিদ্রুপ ও দুয়োধ্বনি বেশ দৃষ্টিকটু ও শুনতেও খারাপ লাগে। এসব বন্ধের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি।

বিএইচ

শেয়ার