Top

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ‘বাতাস খুবই অস্বাস্থ্যকর’

০২ মার্চ, ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ‘বাতাস খুবই অস্বাস্থ্যকর’

বিশ্বের ১০০টি দূষিত শহরের তালিকায় ২০৩ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে শনিবার (২ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে ২০৩ স্কোরে শীর্ষে উঠে আসে ঢাকার নাম।

এসময় আইকিউএয়ার এর ওই তালিকায় ১৭৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমাণ্ডু। ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর, মিয়ানমারের ইয়াংগুন ১৭০ স্কোর নিয়ে চতুর্থ এবং ১৬০ স্কোরে পঞ্চম স্থানে উঠে আসে কিরগিস্তানের বিশকেক।

আইকিউএয়ার জানায়, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ বলে বিবেচিত হয়।

বিএইচ

শেয়ার