Top
সর্বশেষ

শেরপুর জেলা কারাগারে হার্ড এ্যাটাকে কয়েদির মৃত্যু

০২ মার্চ, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ
শেরপুর জেলা কারাগারে হার্ড এ্যাটাকে কয়েদির মৃত্যু
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা কারাগরে হার্ড এ্যাটাকে জমসেদ আলী(৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার(১ মার্চ) রাত ৯টার দিকে জেলা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।জমসেদ নালিতাবাড়ী উপজেলার বাঘবের এলাকার জনৈক মোছলেম উদ্দিনের ছেলে।

জমসেদ মাদক মামলায় ১বছর ৮মাসের দন্ডপ্রাপ্ত কয়েদি। মামলা নম্বর শেরপুর জেলার নালিতাবাড়ী থানা ৩৪/২৩। জেল কর্তৃপক্ষের দাবি হার্ড এ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

জেলসূত্র জানায় ওই মামলায় সাজা প্রাপ্ত হয়ে আদালত থেকে গত ৩০জানুয়ারি কারাগারে প্রেরিত হয়। গতকাল ১ মার্চ সন্ধ্যার দিকে জমসেদের বুকে ব্যথা শুরু হলে শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। রাত নয়টার দিকে জমসেদ মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই কয়েদির হার্টে সমস্যা ছিল।

জেল সুপার হুমায়ুন কবির খান জানান, এ বিষয়ে পরবর্তি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

শেয়ার