Top
সর্বশেষ

গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

০২ মার্চ, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ
গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত গাউসুল আজম মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে গাউসুল আজম মার্কেটের একটি দোকানে লাগা আগুন নির্বাপণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এর আগে, বিকেল সাড়ে ৪টায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

এম জি

শেয়ার