Top
সর্বশেষ

রোড সেফটি সিরিজে বাংলাদেশসহ ৬ দল চূড়ান্ত

২৭ ফেব্রুয়ারি, ২০২১ ৩:০২ অপরাহ্ণ
রোড সেফটি সিরিজে বাংলাদেশসহ ৬ দল চূড়ান্ত

আগামী ৫ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। ৬ দল নিয়ে আয়োজন করা এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে খেলবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটারদের।

মূলত সড়ক দুর্ঘটনা এড়াতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত বছর ভারতে বসে সাবেক ক্রিকেটারদের নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসর। করোনার কারণে গত বছর টুর্নামেন্ট মাঝপথেই থমকে যায়। ২০২১ সালে টুর্নামেন্টটি শুরু হচ্ছে নতুন আঙ্গিকে।

যদিও শুরুতে রোড সেফটি ওয়াল্ড সিরিজে খেলার কথা ছিল না বাংলাদেশের। অস্ট্রেলিয়া এই টুর্নামেন্ট থেকে নিজাদের নাম সরিয়ে নেয়ায় সুযোগ হয়েছে বাংলাদেশ লেজেন্ডস নামে দলটির। এ ছাড়া প্রথমবারের মতো খেলছে ইংল্যান্ড লেজেন্ডসও।

বাকি চার দল ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা গত আসরে খেলায় এবার তাদের স্কোয়াডে অপরিবর্তিতই রয়েছে। প্রথমবার করে সুযোগ পাওয়ায় বাংলাদেশ ও ইংল্যান্ডের চূড়ান্ত স্কোয়াড গতকাল (২৬ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ লেজেন্ডস স্কোয়াডঃ
খালেদ মাহমুদ সুজন, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, আলমগীর কবির, মোহাম্মদ শরিফ, মুশফিকুর রহমান বাবু, মামুনুর রশিদ।

ইংল্যান্ড লেজেন্ডস স্কোয়াডঃ
কেভিন পিটারসেন, ওয়াইজ শাহ, ফিলিপ মাস্টার্ড, মন্টি পানেসার, ঙ্ক কম্পটন, কবির আলি, সাজিদ মাহমুদ, জেমস ট্রেডওয়েল, ক্রিস স্কোফিল্ড, জোনাথন ট্রট, রায়ান সাইডবটম, উসমান আফয়াল, ম্যাথু হগার্ড ও জেমস টিনডাল।

ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস স্কোয়াডঃ
ব্রেয়ান লারা, দাঞ্জা হায়াত, ড্যারেন গঙ্গা, রেনফোর্ড পিনক, রিকার্ডো পাওয়েল, শিবনারায়ন চন্দরপাল, অ্যাডাম স্যানফোর্ড, দিনানাথ রামনারাইন, পেড্রো কলিন্স, স্যামুয়েল বাদ্রি, সুলেমান বেন, টিনো বেস্ট, কার্ল হুপার, রিডলি জ্যাকবস।

ভারত লেজেন্ডস স্কোয়াডঃ
মোহাম্মদ কাইফ, রবি গায়কোয়াড়, শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, মনপ্রীত গনি, মুনাফ প্যাটেল, প্রজ্ঞান ওঝা, জহির খান, ইরফান পাঠান, নোয়েল ডেভিড, সৈরাজ বাহুটুলে, সঞ্জয় বাঙ্গার, সামির দিঘে।

দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস স্কোয়াডঃ
হার্শেল গিবস, জ্যাক রুডলফ, জন্টি রোডস, লয়েড নরিস জোনস, মার্টিন ভ্যান জার্সভেল্ড, গারনেট ক্রুগার, পল হ্যারিস, রজার টেলিমাচাস, অ্যালবি মরকেল, অ্যান্ড্রু হল, ইয়োহান ভ্যান ডার ওয়াথ, ল্যান্স ক্লুজনার, রায়ান ম্যাকলারেন, মর্নে ভ্যান উইক।

শ্রীলঙ্কা লেজেন্ডস স্কোয়াডঃ
চামারা কাপুগেদেরা, দুলাঞ্জানা বিজেসিংহে, মারভান আতাপাত্তু, অজন্তা মেন্ডিস, চামিন্দা ভাস, মুত্তিয়াহ মুরালিধরন, রঙ্গনা হেরাথ, সাচিত্রা সেনানায়েকে, থিলান থুশারা, উপুল চন্দনা, পারভেজ মাহরুফ, মালিন্দা ওয়ার্নাপুরা, তিলকারত্নে দিলশান, রমেশ কালুভিথারানা।

শেয়ার