Top

শেরপুরে শিশুদের চিত্রাংকন-আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৫ মার্চ, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ
শেরপুরে শিশুদের চিত্রাংকন-আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :

৭ মার্চ উদযাপন উপলক্ষে শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে শিশুদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) জেলা গ্রন্থাগার মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় চিত্রাংকনে দুটি এবং আবৃত্তিতে পৃথক দুটি বিভাগসহ মোট ৪টি বিভাগে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আগামী ৭ মার্চ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ৭ মার্চ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।

শেয়ার