Top

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলবে: গয়েশ্বর

০৮ মার্চ, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ
গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলবে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এ লড়াইয়ের শেষ কোথায় তা জানি না। তারপরও গণতন্ত্র পুনরুদ্ধারের পথ থেকে আমাদের সরে যাওয়া যাবে না। আমাদের এ লড়াই চলবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‌সকল শ্রেণি-পেশার মানুষ আজকে নিষ্পেষিত ও বন্দী। এ থেকে আমাদেরকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র ফেরানোর আন্দোলন সফল করতে নতুন কৌশলে এগোতে হবে। আমাদের মূল কাজটা হল—তারেক রহমানের নেতৃত্বকে সফল করা। আমরা যদি তার নেতৃত্বকে সফল করতে চাই, তাহলে নিজ নিজ কাজে নিষ্ঠাবান হতে হবে।

গয়েশ্বর চন্দ্র বলেন, দেশের বেশিরভাগ মানুষ বিএনপির পক্ষে। দেশের মানুষ এখনও গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

বিএইচ

শেয়ার