Top
সর্বশেষ

শেরপুরে কবি আনিছুর রহমান রিপনের স্মরণসভা অনুষ্ঠিত

১০ মার্চ, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ
শেরপুরে কবি আনিছুর রহমান রিপনের স্মরণসভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে কবি সংসদ সভাপতি প্রয়াত কবি আনিছুর রহমান রিপনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় সাহিত্যলোক এর আয়োজনে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এসময় সাহিত্যলোক সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, আইনজীবী ও কবি রফিকুল ইসলাম আধার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক জ্যোতিপোদ্দার,কবি ও সাংবাদিক রফিক মজিদ, মুখ্যআলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যলোক’র সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক হাফিজুর রহমান লাভলু।

কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ’র সঞ্চালনায় উক্ত স্মরণসভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক ও ছড়াকার মুস্তাফিজুল হক,কবি ও ছড়াকার রবিউল আলম,কবি ও ছড়াকার আশরাফ আলী চারু।

এছাড়াও, কবি পত্নী মাহবুবা ইয়াছমিন সুইটি,কবি নাসিম তালুকদার ও কবি হাণ্জালা আলোচনায় অংশ নেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

শেয়ার