Top

ফলের ঝুড়ি থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

১০ মার্চ, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ
ফলের ঝুড়ি থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক
ফরিদপুর প্রতিনিধি :

ফলের ঝুড়িতে বিশেষ কৌশলে মাদক পরিবহন কালে ১ জন আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে ১৫০(একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল সহ ফরিদপুর জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, গতকাল র‍্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে যাত্রাবাহী বাসে করে যাত্রীবেশে ফলের ঝুড়িতে বিশেষ কৌশলে লুকায়িত ফেনসিডিল বহনকালে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০, ফরিদপুর এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৯), পিতা-মোঃ আলী হোসেন, সাং-দৌলাতদিয়াড়, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজবাড়ী জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার