Top
সর্বশেষ

গাজায় ‘নৃশংস হত্যা’ বন্ধে সৌদি বাদশাহর আহ্বান

১১ মার্চ, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ
গাজায় ‘নৃশংস হত্যা’ বন্ধে সৌদি বাদশাহর আহ্বান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ‘নৃশংস হত্যা’ বন্ধ এবং ‘নিরাপদ মানবিক করিডরের ব্যবস্থা’ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

রোববার (১০ মার্চ) এক লিখিত বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

বাদশাহর পক্ষে বক্তব্যটি পাঠ করেন দেশটির তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি। সৌদি আরবসহ বিভিন্ন দেশে সোমবার (১১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়া উপলক্ষে এই বক্তব্য দেন সালমান বিন আবদুল আজিজ।

সৌদি বাদশাহ আরও বলেন, এটা আমাদের জন্য বেদনাদায়ক যে ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা যখন হামলার শিকার হচ্ছেন, তখন এ বছর রমজান মাস এসেছে।

গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরাইল। এ হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৭২ হাজারের বেশি মানুষ।

বিএইচ

শেয়ার