সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার মাঠে নামছে বাংলাদেশ দল। বুধবার (১৩ মার্চ) দুপুর আড়াইটায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগের দিনই একাদশ নিয়ে কিছুটা আভাস দিয়ে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে এই ম্যাচে একাদশ সাজাতে কিছুটা চিন্তায় পড়তে হতে পারে টাইগার অধিনায়ককে।
কারণ লঙ্কা সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছে প্রতিষ্ঠিত চার ওপেনার- লিটন দাস, সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম। সবশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনিংস ওপেন করেছিলেন সৌম্য ও বিজয়। লিটন দাস ব্যাট করেছিলেন চার নম্বরে।
তবে এই সিরিজেও লিটন কি চার নম্বরে ব্যাট করবেন নাকি ওপেন করবেন! আবার সব শেষ বিপিএলে দারুণ ব্যাটিং করেছেন তানজিদ। তিনিও একাদশে সুযোগ পাওয়ার দাবিদার। চার ওপেনারকে নিয়ে যেন মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।
তবে আজকের ম্যাচে লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। সব শেষ সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে ১৬৯ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেছিলেন। ওপেনিংয়ে তাই লিটন-সৌম্যকে দেখা যেতে পারে।
প্রথম ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
বিএইচ