Top
সর্বশেষ

অনুমতি না পেলেও খুলনায় বিএনপির সমাবেশ সম্পন্ন

২৭ ফেব্রুয়ারি, ২০২১ ৭:৫৪ অপরাহ্ণ
অনুমতি না পেলেও খুলনায় বিএনপির সমাবেশ সম্পন্ন

অনুমতি না পেলেও বাধার মুখে খুলনায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বিএনপি। উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কঠোর সমালোচনা করেন বর্তমান সরকারের। বলেন, বিরোধী মতাদর্শের ওপর জুলুম-নিপীড়ন চালাচ্ছে আওয়ামী লীগ। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দ।

অনুমতি না মিললেও শেষ পর্যন্ত খুলনা নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে সমাবেশের প্রস্তুতি নেয় বিএনপি।

শেষ পর্যন্ত পুলিশি বেষ্টনীর মাঝেই সমাবেশ শুরু হয়। একে একে বক্তৃতা করেন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীরা। বলেন, বর্তমান সরকার নানাভাবে নির্যাতন চালাচ্ছে বিরোধী মতাদর্শের মানুষের ওপর। নেতাকর্মীদের দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকার পতনের আহ্বান জানান তারা।

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন সমাবেশের প্রধান অতিথি বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। তিনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দল করি। আমরা কারও কাছে কোন কিছু ভিক্ষা চাই না, আমরা আমাদের সবকিছু আদায় করে নেই। রাজপথে আমাদের সবকিছু আদায় করতে হবে। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ  খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, হাবিবুর রহমান হাবিব, বরিশাল সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মজিবুর রহমান সারোয়ার, রাজশাহী সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী হাসান রুমি, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ।

এরআগে, ২০১৯ সালের ২৫ জুলাই শহীদ হাদিস পার্কে খুলনা বিভাগীয় মহাসমাবেশ করেছিল বিএনপি।

শেয়ার