Top

পাবনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

১৩ মার্চ, ২০২৪ ২:০২ অপরাহ্ণ
পাবনায় ভোক্তা-অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
পাবনা প্রতিনিধি :

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়।

দুপুরে ঈশ্বরদী উপজেলা বিভিন্ন স্থানের কাঁচা বাজার সহ বিভিন্ন ফলের দোকানে বাজার তদারকির অংশ হিসাবে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ঈশ্বরদীর নতুনহাট গ্রীণ সিটি এলাকায় তরমুজের দাম বেশী রাখায় সততা ফল ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা,পরে ঈশ্বরদী কাঁচা বাজার ও ফলের দোকানে পণ্যের বিক্রয় মূল্য প্রদর্শিত না থাকা, খেজুরে ওজন কম থাকায় আলমাছ ফল ভান্ডারকে ২ হাজার, রিপন স্টোরকে ৫ হাজার, উজ্জল সবজি দোকানিকে ২ হাজার, সুমন স্টোরকে ৫ হাজার, ভাই ভাই সুইটসকে ৫ হাজার এবং শফিক স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়।

এ অভিযানের বিষয়ে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহামুদ হাসান রনি বলেন, পবিত্র রমজান মাসে ফলের চাহিদা বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে ঈশ্বরদী বাজার ও নতুনহাট গ্রীণ সিটি এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী চড়া দামে খেজুর, তরমুজ ও সবজি বিক্রয় করায় ৬টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান রমজানে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার