বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। রোজা রেখে ঠিকমতো ইফতার পর্যন্ত করতে পারে না সাধারণ মানুষ। দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে।
বুধবার (১৩ মার্চ) প্রায় ১০ মাস কারাবন্দী থাকার পর সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর খোঁজ নিতে গিয়ে তার বাসায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশকে শুষে নিয়েছে। বিএনপি সরকারে যাওয়ার আন্দোলন করছে না, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের জন্য বিএনপি আন্দোলন করছে। সরকারের বিদায় ছাড়া এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। সরকার ভীত হয়ে আইন ভেঙে বিরোধী দলের রাজনীতিতে বাধা দিচ্ছে।
মঈন খান বলেন, গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ডে ও কারাগারে তাদের নির্মম অত্যাচার করা হয়েছে।
বিএনপির এ নেতা বলেন, বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতেই নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন করা হচ্ছে ।
তিনি বলেন, এই সরকার বুলেট, বন্দুক ও গায়ের জোরে ক্ষমতায় এসেছে। ৭ জানুয়ারির নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।
বিএইচ