ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৬০ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৭ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস. এস. স্টিলের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ৫৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮০ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ১ লাখ ১০ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা গোল্ডেন হার্ভেস্টের শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৫২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৯ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–গোল্ডেন সনের ২১.৪৭ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১৪.৪০ শতাংশ, ডমিনেজ স্টিলের ১৩.৫৫ শতাংশ, আরামিট লিমিটেডের ১২.৯৭ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১২.৭২ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ১০.৫৭ শতাংশ এবং বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ১০.১০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
এসকেএস