Top

শেয়াবাজারে সূচকের উল্লম্ফন : ৪ মিনিটেই সেঞ্চুরির কাছাকাছি

১৭ আগস্ট, ২০২০ ১:০০ অপরাহ্ণ
শেয়াবাজারে সূচকের উল্লম্ফন : ৪ মিনিটেই সেঞ্চুরির কাছাকাছি

একের পর এক বড় উত্থান দেখা দিচ্ছে দেশের শেয়ারবাজারে। আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও লেনদেনের শুরুতে মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। মাত্র ৪ মিনিটের লেনদেনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় এক’শ পয়েন্ট বেড়ে গেছে।

প্রায় দুই মাস ধরে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। তবে ঈদের আগের শেষ সপ্তাহ থেকে একের পর এক বড় উত্থান হচ্ছে। এতে অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছে শেয়ারবাজার।

করোনাভাইরাসের প্রকোপের শুরুতে ভয়াবহ ধসের কবলে পড়ে নিস্তেজ হয়ে পড়া শেয়ারবাজার সম্প্রতি এতোটাই তেজি হয়ে উঠেছে যে, রোববার পর্যন্ত শেষ ১৫ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্য সূচক ৭৮৮ পয়েন্ট বেড়েছে।

এর মধ্যে গত সপ্তাহের চার কার্যদিবসেই বেড়েছে ৩৩৭ পয়েন্ট। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও সূচকের বড় উত্থান হয়। ডিএসইর প্রধান সূচক বাড়ে ১৫৬ পয়েন্ট।

একের পর এক বড় উত্থানের পর সোমবারও লেনদেনের শুরুতে আবার বড় উত্থান প্রবণতা দেখা দিয়েছে। শেয়ারবাজারে লেনদেন চালু হতেই প্রথম চার মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ৮১ পয়েন্ট বেড়ে যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেনের প্রথম ১০ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৯৩ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ ১৫ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৯৩টির। আর ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৬০ কোটি ৫২ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ৮৫ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৩৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

শেয়ার