Top

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

২১ মার্চ, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ণ
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। একইসঙ্গে ক্ষমতাসীন দল ‘ফাইন গেইল পার্টি’র প্রধানের পদও ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বুধবার (২০ মার্চ) রাজধানী ডাবলিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

লিও ভারাদকার সাংবাদিকদের বলেন, আমি ফাইন গেইল পার্টির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করছি। একইসঙ্গে দেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিচ্ছি।

সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে লিও ভারাদকার বলেন, ‘ব্যক্তিগত ও রাজনৈতিক’ কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন। আয়ারল্যান্ডের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে আর ‘সেরা উপযুক্ত ব্যক্তি’ হিসেবে মনে করেন না তিনি।

ভারাদকার বলেন, প্রধানমন্ত্রী পদে নতুন কেউ এলেই আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াবো। এটিই আমার সরে দাঁড়ানোর সঠিক সময়। আইরিশ প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী ৬ এপ্রিল দলের নতুন প্রধান নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি।

পদত্যাগের ব্যপারে লিও ভারাদকার বলেন, আমার এ সিদ্ধান্তের কারণ কিছুটা ব্যক্তিগত এবং রাজনৈতিক। তবে রাজনৈতিক কারণই বড়।

ভারাদাকারের পদত্যাগের ফলে আয়ারল্যান্ডে আগাম নির্বাচনের প্রয়োজন পড়বে না। তবে এমন সময়ে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন, যখন ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আর মাত্র ১০ সপ্তাহ বাকি। আর আয়ারল্যান্ডের জাতীয় নির্বাচনের এক বছরেরও কম সময় বাকি রয়েছে।

এদিকে ভারাদকারের পদত্যাগের ঘোষণার পর আয়ারল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কয়েকজনের নাম সামনে এসেছে। তারা হলেন—উচ্চশিক্ষা মন্ত্রী সিমন হ্যারিস, উদ্যোক্তাবিষয়ক মন্ত্রী সিমন কোভেনি, সরকারি ব্যয়বিষয়ক মন্ত্রী প্যাসক্যাল ডোনোহাউ ও বিচারবিষয়ক মন্ত্রী হেলেন ম্যাকএন্টি।

সূত্র্র: দ্য গার্ডিয়ান

বিএইচ

শেয়ার